Translations:Education/Archive/About/2/bn

সারা বিশ্বে শিক্ষার সরঞ্জাম হিসেবে উইকিপিডিয়া ব্যবহার করা হচ্ছে (দেশগুলোর তালিকা দেখুন)।বিশ্বের কিছু অংশে, শিক্ষাক্রমের ধারনা একটি ঐতিহ্যবাহী শ্রেণীকক্ষ এবং একটি কোর্স অ্যাসাইনমেন্টের জন্য সম্পাদনা করা হয়।বিশ্বের কিছু অংশে,শিক্ষার্থীরা নাগরিক সেবার লক্ষ্যে উইকিমিডিয়া প্রকল্পে অবদান রাখে কিংবা উইকি ক্লাব এর অংশ হিসেবে কিংবা ক্যাম্পে অথবা বিদ্যায়তনে এডিট-এ-থন,হ্যাকাথন এবং কর্মশালা সম্পন্ন করার মাধ্যমে। কিছু স্থানে শিক্ষকরা তাদের শিক্ষক প্রশিক্ষণ এর অংশ হিসাবে উইকিপিডিয়াতে সম্পাদনা করা শিখে। এবং কিছু ক্ষেত্রে সরকারী অংশীদারিত্ব বিদ্যমান রয়েছে উইকিমিডিয়া দল এবং শিক্ষাক্রম প্রনয়নকারীদের মধ্যে।